বাংলার খবর২৪.কম ডেস্ক: সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র বাহিনীতে থাকবে না ভারত। নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন কথা বলেছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন।
আইএস বিরোধী অভিযানে অংশ না নিলেও সন্ত্রাস দমন ও মানবাধিকার রক্ষা সংক্রান্ত সকল উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করবে ভারত।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাঈদ আকবরউদ্দিন বলেন মঙ্গলবারে ওবামা-মোদি ৯০ মিনিট আলোচনা করেছেন।
সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক উদ্যোগ ও বিষয়গুলো নিয়ে এ সময় আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ ও পশ্চিম এশিয়ার নতুন হুমকির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, উভয় দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া দু’দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা।
এর আগে বিজেপি নেতা সাবরামাইয়া স্বামী বলেছিলেন, মোদি ওবামাকে নিশ্চিত করেছেন যে, ভারত আইএস বিরোধী অভিযানে অংশ নেবে।
সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান