ডেস্ক: উন্মুক্ত ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইরান। দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে, অতিরিক্ত ভিড় হতে পারে এমন জায়গায় নামাজ অনুষ্ঠিত হবে না।
বার্তা সংস্থা ইরনা জানায়, প্রায় দুই মাস বন্ধ থাকার পর এ মাসের শুরুর দিকে দেশটির বেশ কিছু এলাকায় মসজিদ খুলতে শুরু করেছে। রমজানের পর স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্টও খুলে দেওয়া হতে পারে।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়লে মার্চ মাসে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়।
অর্থনৈতিক ক্ষতি কমাতে এ মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে চালুর অনুমতি দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন। মারা গেছেন ৬ হাজার ৯৩৭ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান