বাংলার খবর২৪.কম ডেস্ক: আফগানিস্তানে তালেবানদের দুটি পৃথক আত্মঘাতি বোমা হামলায় দেশটির সাতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার সকালে সেনাবহনকারী দু’টি বাসে এ হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন ২১ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তির ২৪ ঘণ্টা অতিবাহিত হতে না হতেই আত্মঘাতী বোমায় কেঁপে উঠলো রাজধানী কাবুল।
সূত্র জানায়, কাবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি সড়কে হামলায় ৭ জন নিহতসহ ১৫ জন আহত হন। প্রায় কাছাকাছি সময় কাবুলের উত্তরে আরো একটি সেনা কর্মকর্তা বহনকারী বাসে আত্মঘাতী হামলা চালায় তালেবানরা। সেখানে কেউই প্রাণ হারাননি। তবে আহত হয়েছেন ছয়জন ।
এদিকে, এক টুইটার বার্তায় দু’টি হামলারই দায় স্বীকার করেছে তালেবানরা। এরকম আরো হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে ওই বার্তায়।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই তালেবানদের ব্যাপক হামলার শিকার হচ্ছে আফগান সরকারি কর্মকর্তা ও সেনাবাহিনী। এসব হামলায় শতাধিক হতাহত হয়েছে। প্রতিদিন বিভিন্ন হামলায় দেশটিতে গড়ে ১৮ জন আফগান নিহত হয় বলে এক জরিপে উল্লেখ করা হয়।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান