ফারুক আহমেদ সুজন: কিশোরগঞ্জের বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ফয়েজ আহমেদ করোনাযুদ্ধে জয়ী হয়ে ফিরলেন। একমাস করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে তিনিই জয়ী হলেন। ফয়েজ আহমেদ জানান, তিনি করোনা পরিস্থিতি সামাল দিতে ভ্রাম্যমান আদালতের সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণে মাঠে কাজ করছিলেন। এরই মধ্যে গত ১৬ এপ্রিল সন্ধ্যা থেকে তার গলাব্যথা শুরু হয়। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানকে জানালে তিনি দৈনিক দুইটা করে ৭ দিন জিম্যাক্স ট্যাবলেট খেতে বলেন এবং বাসায় আইসোলেশনে থাকতে বলেন। তিন দিনের মধ্যে গলাব্যথা ভাল হয়ে গেলেও শুরু হয় কাশি। এবার সিভিল সার্জন তাদের স্বামী-স্ত্রী উভয়কেই নমুনা পরীক্ষার পরামর্শ দেন। ২৫ এপ্রিল সিভিল সার্জন অফিসে গিয়ে নমুনা দিলে ২৮ এপ্রিল প্রাপ্ত ফলাফলে ফয়েজ আহমেদের করোনা পজিটিভ, আর তার স্ত্রীর নেগেটিভ রিপোর্ট আসে। সিভিল সার্জন তখন পরিদর্শক ফয়েজ আহমেদকে কিছু নিয়মকানুনসহ বাসায় কঠোর আইসোলেশনে থাকতে বলেন এবং তিনি আরো জানান,আমার সব সময় খোঁজ খবর নিতে ডিসি স্যার, এসপি স্যার,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার, প্রায় প্রতি দিন ই আমাকে ফোন দিয়ে খবর নিতেন ও সদর থানার ওসিকে বলে দিয়েছিলেন আমার খোঁজ খবর রাখতে। পাশাপাশি আমাকে সাহস দিয়েছিলেন আমাদের বিআরটিএ চেয়ারম্যান স্যার এডি এডমিন স্যার এর মাধ্যমে খবর নিয়েছেন। পরিচালক ইঞ্জিনিয়ার স্যার, ডিডি স্যার, ডিডি মাসুদ স্যার, মাহাবুব এ রাব্বানী স্যার, ও খুব মানষিক সাপোর্ট দিয়েছেন। এরপর ৭ মে আবারো স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করলে ৯ মে উভয়েরই নেগেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে ১১ মে আবার ফয়েজ আহমেদের নমুনা সংগ্রহ করলে ১৪ মে পুনরায় নেগেটিভ রিপোর্ট আসে। সেদিনই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ প্রতিনিধিকে জানিয়েছে। তবে তাকে আরো ১৪ দিন বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
শিরোনাম :
করোনাযুদ্ধে জয়ী হয়ে ফিরলেন বিআরটিএ পরিদর্শক ফয়েজ আহমেদ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- ১৮০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ