বাংলার খবর২৪.কম:আন্তর্জাতিক মুদ্রা বাজারকে নতুন আকৃতি দিতে ১০০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন ব্যাংক ও জরুরি মুদ্রা তহবিল গঠনের চুক্তি করা হয়েছে। পশ্চিমা প্রভাবিত পাঁচ উদীয়মান অর্থনীতির দেশ এ উদ্যোগ নিতে যাচ্ছে।
মঙ্গলবার ব্রাজিলের ফোর্তালেজায় ব্রিকস সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরের পর ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এই ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন।
চীনের সাংহাইয়ে হবে নতুন এই উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর। আর ব্যাংকের প্রথম সভাপতির দায়িত্ব পালন করবে ভারত। জোটের পাঁচ সদস্য রাষ্ট্র হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এরা প্রত্যেকেই সমানভাবে ব্যাংকের জন্য তহবিল জোগাবে, যারা সম্মিলিতভাবে বিশ্বের এক-পঞ্চমাংশ জিডিপির অধিকারী।
প্রাথমিকভাবে ৫০ বিলিয়ন ডলার মূলধন নিয়ে ব্যাংকটি চালু হবে। আর জরুরি মুদ্রা তহবিলেও থাকবে ১০০ বিলিয়ন ডলার। তারল্য সঙ্কট কাটাকে স্বল্পমেয়াদে ওই তহবিল থেকে ঋণ নিতে পারবে উন্নয়নশীল দেশগুলো।
নতুন এই ব্যাংকের অন্যতম লক্ষ্য হবে উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি ঋণ দেওয়া, যাতে তারা অবকাঠামো উন্নয়ন এগিয়ে নিতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান