বাংলার খবর২৪.কম : সুনামগঞ্জের সুরমা নদীতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কার্গোতে থাকা নাবিকসহ ছয়জন আহত হয়েছেন।আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শহরতলীর বালুরমাঠ সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে। এতে সিমেন্ট বোঝাই কার্গোটি তাৎক্ষণিকভাবে ডুবে গেলেও অপরটি তীরে ভিড়তে সক্ষম হয়।
ডুবে যাওয়া এমভি হলি মাদারল্যান্ড কার্গোর আহত সুপারভাইজার রুস্তম আলী (৬০) জানান, পূর্বদিক থেকে আসা বালুভর্তি এমভি আল-কাওছার নামের কার্গোটির হঠাৎ করেই আমাদের কার্গোটির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে তাৎক্ষণিকভাবে কার্গোটি ডুবে যায়। পরে কার্গোতে থাকা আমরা ছয়জন অনেক কষ্টে বের হয়ে সাতঁরিয়ে তীরে উঠি।
এদিকে ডুবে যাওয়া কোটি টাকার সিমেন্ট ভর্তি কার্গোটির কোন ধরণের উদ্ধার তৎপরতা দেখা যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান