ডেস্কঃ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা গেছে, তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টা ৪০ মিনিটে আনিসুজ্জামানের ছোট ভাই মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্তারুজ্জামান বলেন, ‘করোনা টেস্ট পজিটিভ এসেছে। এখন লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছু প্রক্রিয়া আছে সেগুলো ফলো করা হবে।’
আনিসুজ্জামানের ছোট ভাই আরও বলেন, ‘আমাদের বাবা-মায়ের কবর আজিমপুরে। তাই আমাদের চাওয়া বাবার কবরের পাশেই তাকে যেন দাফন করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করা হচ্ছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান