ঢাকা: বিধির নিয়ম কেউ ভাঙতে পারেননি। পারবেনও না। কালে কালে অনেক মহাপুরুষ এসেছেন। আবার চলেও গেছেন। কিন্তু তাতে কী! তাদের অমর কীর্তি তো বেঁচে থাকে জাতির পরতে পরতে। এমনইভাবে জাতির শোভা হয়ে থাকবে বাঙালির বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের কীর্তিও। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান; অনাবিল সমাজ হিতৈষী, গণতান্ত্রিক প্রগতিশীল চেতনা, সুশীল বুদ্ধিবৃত্তিকর চর্চা ও ব্যক্তিগত মণীষা দিয়ে নিজেকে পরিণত করেছিলেন দেশের একজন মহাপুরুষে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
কীর্তিমান মানুষটি ছিলেন সবর্জন শ্রদ্ধেয়। তার প্রতি গভীর শ্রদ্ধা-ভালোবাসা ছিল দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারও। এ কিংবদন্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করে নিজের জন্য পাতা লাল গালিচা পর্যন্ত ছেড়ে দিতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, গত বছরের ‘অমর একুশে গ্রন্থমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুজ্জামানের চাদর ঠিক করে দিয়ে তার প্রতি ভালোবাসার অনন্য নজিরও স্থাপন করেছিলেন শেখ হাসিনা। প্রতিবছরের ভাষার মাসের প্রথম দিনে বইমেলা শুরু হয়। এর উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি প্রতিবছর বইমেলার আয়োজন করে আসছে। আর এতদিন এর চেয়ারম্যান ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনিও অতিথি থাকতেন ওই অনুষ্ঠানে।
অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রীর সম্মানে লাল গালিচাও পাতা হয়। কিন্তু প্রায় প্রতিবারই প্রধানমন্ত্রী সেই লাল গালিচা ছেড়ে দেন নিজের শিক্ষক দেশবরেণ্য বুদ্ধিজীবী ও গবেষক আনিসুজ্জামানের সম্মানে। শুধু তাই নয়, আনিসুজ্জামানকে মধ্যমণি করে প্রতিবার মেলাও ঘুরে দেখেন শেখ হাসিনা।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানেও নিজের শিক্ষকের প্রতি শ্রদ্ধার নিদর্শন রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মান দেখিয়ে বাংলা একাডেমির রাস্তায় রাখা লাল গালিচা নিজে ছেড়ে নিচ দিয়ে হেঁটেছিলেন শেখ হাসিনা। হাঁটা অবস্থায় শিক্ষকের চাদরও ঠিক করে দিয়েছিলেন মমতাময়ী প্রধানমন্ত্রী।
আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ওই বাংলা বিভাগেরই ছাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেছিলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমার শিক্ষক। তিনি প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও কখনও নেতৃত্বে আসতে চাননি।’ প্রধানমন্ত্রী আনিসুজ্জামানকে ‘বাঙালি জাতির যে কোনো ক্রান্তিকালে বাতিঘরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন’ বলেও উল্লেখ করেছিলেন।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুর সঙ্গে যবনিকা ঘটল এক কিংবদন্তির জীবনের। তিনি স্ত্রী সিদ্দিকা জামান, দুই মেয়ে রুচিবা ও শুচিতা এবং একমাত্র ছেলে আনন্দসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশের কীর্তিমান এ মানুষটির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশে। তার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদসহ অনেকে।
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের পুরো নাম আবু তৈয়ব মোহাম্মদ আনিসুজ্জামান। ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা বিখ্যাত হোমিও চিকিৎসক আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেম ও মাতা গৃহিনী সৈয়দা খাতুন। মা গৃহিনী হলেও লেখালেখির অভ্যাস ছিল। পিতামহ শেখ আবদুর রহিম ছিলেন লেখক ও সাংবাদিক। আনিসুজ্জামানরা ছিলেন পাঁচ ভাই-বোন। তার বড় বোনও নিয়মিত কবিতা লিখতেন। বলা যায়, শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ ছিল তাদের পরিবার।
১৯৫১ সালে নবাবপুর গভর্নমেন্ট হাইস্কুল থেকে প্রবেশিকা বা ম্যাট্রিক ও জগন্নাথ কলেজ থেকে ১৯৫৩ সালে আইএ পাস করে বাংলায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৬ ও ১৯৫৭ সালে স্নাতক সম্মান এবং এমএতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন আনিসুজ্জামান। অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্বস্বরূপ ‘নীলকান্ত সরকার স্বর্ণপদক’ বৃত্তি লাভ করেছিলেন।
১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য যোগদান করেন। তার বিষয় ছিল ‘ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারায ১৭৫৭-১৯১৮’। ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। গবেষণার বিষয় ছিল ‘উনিশ শতকের বাংলার সাংস্কৃতিক ইতিহাস: ইয়ং বেঙ্গল ও সমকাল’।
নিজের স্যার অধ্যাপক আনিসুজ্জামানের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত ১৯৫৮ সালে বাংলা একাডেমি বৃত্তি পেয়েও তা ছেড়ে দিয়ে মাত্র ২২ বছর বয়সে আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অ্যাডহক ভিত্তিতে তিন মাসের জন্য যোগ দেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৭১ সালের ৩১ মার্চ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। পরে ভারতে গিয়ে প্রথমে শরণার্থী শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তারপর বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। ১৯৭৪-৭৫ সালে কমনওয়েলথ অ্যাকাডেমি স্টাফ ফেলো হিসেবে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে গবেষণা করেন।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের গবেষণা-প্রকল্পে অংশ নেন ১৯৭৮ থেকে ১৯৮৩ পর্যন্ত। ১৯৮৫ সালে তিনি চট্টগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। সেখান থেকে অবসর নেন ২০০৩ সালে।
২০১৮ সালের জুলাই মাসে সরকার তাকে জাতীয় অধ্যাপক পদে সম্মানিত করে। তিনি মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ (কলকাতা), প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আনিসুজ্জামান অধ্যাপনাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বটে কিন্তু প্রকৃত নেশা ছিল তার লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রমে। তার রচিত ও সম্পাদিত বিভিন্ন গ্রন্থ আমাদের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। তার প্রবন্ধ-গবেষণা গ্রন্থের মধ্যে মুসলিম মানস ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িকপত্র, স্বরূপের সন্ধানে, আঠারো শতকের বাংলা চিঠি, আমার একাত্তর, মুক্তিযুদ্ধ এবং তারপর, আমার চোখে, বাঙালি নারী: সাহিত্যে ও সমাজে, পূর্বগামী, কাল নিরবধি, বিপুলা পৃথিবী উল্লেখযোগ্য। বেশকিছু উল্লেখযোগ্য বিদেশি সাহিত্যের অনুবাদও করেছেন এবং নানা বিষয়ে বই সম্পাদনাও করেছেন।
শিক্ষা ক্ষেত্রে, শিল্প-সাহিত্য ক্ষেত্রে, সাংগঠনিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অলক্ত পুরস্কার, একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কার, বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ ট্রাস্ট পুরস্কার (১৯৯০), দেওয়ান গোলাম মোর্তাজা স্মৃতিপদক (১৯৯৩), অশোককুমার স্মৃতি আনন্দ পুরস্কার (১৯৯৪)।
এছাড়াও তিনি ভারতীয় রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি. লিট সম্মাননা পেয়েছেন। তার উল্লেখযোগ্য স্মারক বক্তৃতার মধ্যে রয়েছে এশিয়াটিক সোসাইটিতে (কলকাতা) ইন্ধিরা গান্ধী স্মারক বক্তৃতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র স্মারক বক্তৃতা, নেতাজী ইনস্টিটিউট অব এশিয়ান অ্যাফেয়ার্সে নেতাজী স্মারক বক্তৃতা এবং অনুষ্টুপের উদ্যোগে সমর সেন স্মারক বক্তৃতা।
জাতীয অধ্যাপক আনিসুজ্জামান বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। পরে প্রত্যাশিত উন্নতির লক্ষণ দেখতে না পাওয়ায় চিকিৎসকরা তাকে গত ২ মে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ৯ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তার চিরপ্রস্থান ঘটে।