ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করছে ভারতের বিভিন্ন রাজ্যে। এরই মধ্যে করোনা সংক্রমণের তোয়াক্কা না করে বড় জমায়েত দেখা গেল মধ্যপ্রদেশে।
মঙ্গলবার মধ্যপ্রদেশের সাগর জেলায় এক জৈন সন্ন্যাসীর আগমন ঘিরে কয়েকশো মানুষের জমায়েত দেখতে পাওয়া যায়। ওই সন্নাস্যী ও তার শিষ্যদের স্বাগত জানাতেই মূলত এই বিশাল ভিড় হয় বলে জানা যাচ্ছে।
ভারতে যে রাজ্যগুলিতে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে তার মধ্যে অন্যতম এই মধ্যপ্রদেশ।
কয়েক দিন থেকেই দেশের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব ভাঙার অভিযোগ আসতে থাকে। সামাজিক দূরত্ব ও লকডাউন না মানলে পরিস্থিতি বুঝে বিশেষ ব্যবস্থা নিতে আন্তঃরাজ্য বিশেষ কেন্দ্রীয় দলও গঠন করা হয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই মধ্যপ্রদেশের সাগর জেলায় এই বিশাল জমায়েত দেখা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান