বাংলার খবর২৪.কম গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক সাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখা এ আদেশ জারী করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এ আদেশ দেওয়া হয়।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের রায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি ঘোষণার পর জামাত শিবিরের তাণ্ডবে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যাসহ ১১টি মামলার আসামি হওয়ায় মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু পুলিশি গ্রেফতার এড়িয়ে গাঁ ঢাকা দিলেও কৌশলে পৌরসভার কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। চার পুলিশ হত্যা মামলায় তাকে অভিযুক্ত করে গত ১৬ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। সম্প্রতি তিনি জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠায়। বর্তমানে তিনি গাইবান্ধা জেল হাজতে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ২১ নভেম্বর থেকে মেয়র কোনো সভা করেননি। সভা না করে আইইউআইডিবি প্রকল্পের চেকে স্বাক্ষর করে অর্থ ছাড় করেন। এছাড়া বিভিন্ন তারিখে একাধিক প্রকল্পের অনুকূলে অর্থ ছাড় দিয়ে চেক ও রেজিষ্ট্রারে স্বাক্ষর করেন। ২০১৩-১৪ অর্থ বছরে বরাদ্দকৃত মোট ৫১ লাখ টাকা অর্থের বিপরীতে কোনো প্রকার দরপত্র আহ্বান না করে এবং মাসিক সভার সিদ্ধান্ত ব্যতিত প্রকল্প গ্রহণ না করে অর্থ উত্তোলন করে পৌরসভার নিজস্ব হিসেবে জমা করে ভুয়া বিল ভাউচারে খরচ করেন। এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তদন্ত করে এর অনিয়মের প্রমাণ পায়। এ কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ (১) বিধানমতে মেয়র নূরন্নবী প্রামাণিক সাজুকে সাময়িক বরখাস্ত করে। সেই সঙ্গে প্যানেল মেয়র-১ লুৎফর রহমান মুক্তাকে মেয়র হিসেবে দায়িত্ব ভার গ্রহণের অনুরোধ জানানো হয়।