ডেস্ক : জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার মারা যান নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র পাল (৪৫)। মারা যাওয়ার চারদিন পর গতকাল মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে আসলে জানা যায় ওই ব্যবসায়ীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
গৌরাঙ্গ চন্দ্র পাল নেত্রকোণায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি। তিনি উপজেলার গাগলাজুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, ওই ক্ষুদ্র ব্যবসায়ী গত বৃহস্পতিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার শরীরের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠায়। কিন্তু ওই নমুনার রিপোর্ট আসে পাঁচদিন পর, মঙ্গলবার রাতে। রিপোর্টে তিনি করোনাভাইরাস পজিটিভ ছিলেন।
কিন্তু রিপোর্ট হাতে আসার চারদিন আগেই শুক্রবার সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের রাউৎপাড়া ভাগ্নের বাসায় মারা যান তিনি।
জেলা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান এ বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, নেত্রকোণায় শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে তিনিই প্রথম মারা যাওয়া ব্যক্তি।
ডা. তাজুল ইসলাম খান জানান, গত বৃহস্পতিবার ওই ব্যক্তির নমুনা পাঠানো হলে ময়মনসিংহ ল্যাব থেকে রিপোর্ট এসেছে মঙ্গলবার রাতে। ল্যাবের ক্যাপাসিটি কম থাকায় নমুনার জট সৃষ্টি হয়েছে। আর এ কারণে চার-পাঁচদিন পর রিপোর্ট এসেছে।
মোহনগঞ্জ উপজেলার আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুবীর সরকার বলেন, ‘মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি। তার থানা রোডের ভাগ্নের বাসা এবং ও গাগলাজুর চৌড়াপাড়া গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়াও তার সংস্পর্শে আসা আত্মীয়-স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান