বাংলার খবর২৪.কম ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অরুনেন্দ্র কুমার।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোরাখপুর শহরের কাছে একটি ট্রেন রুট পরিবর্তন করার সময় লখনৌ বাড়ুনি এক্সপ্রেস ও কৃষক এক্সপ্রেস ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে উভয় ট্রেনের একটি করে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আখিলেশ যাদব নিহতদের পরিবার প্রতি ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, প্রত্যেক নিহতের পরিবারকে ৫০ হাজার ও আহতদের পরিবারকে ২৫ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান