ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, আল্লাহ না করুন যদি পরিস্থিতি খারাপ হয়, রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে ঈদের পর কিছুদিনের জন্য কঠোর লকডাউন দিতে হবে। দরকার হলে কারফিউ দেয়া যেতে পারে। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন। ডা. এবিএম আবদুল্লাহ মনে করেন যে, এখন যে হারে করোনা রোগীর সংখ্যা দেখা যাচ্ছে তাতে এটা একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে। গতকাল এই সংখ্যাটা একটু কমেছে। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকার জীবন এবং জীবিকা দুটো বিষয় মাথায় রেখেই পরিকল্পনা গ্রহণ করছে। একটি আরেকটির পরিপূরক। অর্থনীতিকে যেমন সচল রাখতে হবে, তেমনি জীবন বাঁচাতে হবে। আর এ সমস্ত বিবেচনা করেই সরকার কিছু কিছু জিনিস খুলে দিয়েছে।
তবে ডা. আবদুল্লাহ মনে করেন যে, এই খুলে দেয়ার ফলে যদি করোনার সংক্রমণ ব্যাপক বিস্তৃত হয় এবং করোনার সংক্রমণের হার যদি বাড়ে তাহলে ঈদের পর একটা কঠিন লকডাউন প্রয়োজন হতে পারে। তিনি মনে করেন যে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনার যে সংক্রমণের হার, সেটা উদ্বেগজনক নয়। কারণ এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। আর কদিন পর বোঝা যাবে যে, বাংলাদেশ কী অবস্থায় আছে।