মোঃ তহিরুল ইসলাম: করোনা ভাইরাসের কারনে লকডাউনে থাকার ১ মাস ১৪ দিন ভারত-বাংলাদেশ রেল পথে আমদানী রপতানী বন্ধ পর চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানী রপ্তানী প্রক্রিয়া আবার শুরু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫ টায় ৪২টি মালবাহী ওয়াগন নিয়ে ভারতের নদীয়া জেলার গেদে বর্ডার দিয়ে দর্শনা আর্ন্তজাতিক রেল বন্দরে প্রথম পেয়াঁজবাহী একটি ট্রেন র্যাক প্রবেশ করেছে। রোববার সকালে আমদানীকৃত পেয়াঁজ দর্শনা রেল বন্দরেই আনলোড হয়ে এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে প্রেরন করা হচ্ছে।
স্থানীয় সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান- সাতক্ষীরার খালিদ হাসান ট্রেডার্স নামের একটি আমদানীকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এই পেয়াঁজ আমদানী করেছে। ভারতী পশ্চিম বাংলার রপ্তানীকারক প্রতিষ্ঠান আর,কে ইন্টারপ্রাইজ মালদহ থেকে এই ট্রেন লোড দেয়। প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩ টি বস্তায় ১ হাজার ৪৫ দশমিক ২ মেট্রিকটন পেঁয়াজ আমদানী করেছে।