ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুমার নদের পানিতে ৫০ বস্তা চাল গোপনে ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) রাত ৮টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে চালের বস্তাগুলো দেখতে পান। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। বস্তার গায়ে লেখা রয়েছে ‘গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ।’
এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনাস্থলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবীর ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিয়ারাজ হুসাইন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী জানান, সাধারণ বস্তায় চাল ভরে পরে ওই বস্তা আবার সরকারি বস্তায় ঢুকিয়ে নদীর পানিতে ফেলা হয়েছে। বস্তাগুলোর চাল খাবারের অনুপযুক্ত। এটি কোনো ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখছে প্রশাসন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিয়ারাজ হুসাইন জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেউ এ ঘটনা ঘটাতে পারে।