বাংলার খবর২৪.কম : পশ্চিমবঙ্গ রাজ্যসভার সাংসদ ও সাংবাদিক আহমদ হাসান ইমরানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। সেই সাথে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরাও এ ইস্যুতে সরব।
ইতোমধ্যেই আইনের আশ্রয় নিয়েছেন ইমরান; তিনি কলকাতা থেকে প্রকাশিত ‘স্টেটসম্যান’ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলায় পত্রিকাটির সম্পাদক, প্রকাশক-মুদ্রক ও সংশ্লিষ্ট সাংবাদিকের অভিযোগ এনেছেন তিনি।
এছাড়া চেন্নাই থেকে প্রকাশিত ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’র কলকাতা প্রতিনিধি অরূপ চন্দ্র ও পত্রিকার প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধেও গত সোমবার কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সাংসদ আহমদ হাসান ইমরান। তার অভিযোগ পত্রিকটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
এদিকে পশ্চিমবঙ্গের মুসলমানরাও তার পক্ষে অবস্থান নিয়েছে। বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি ফুরফুরা শরিফের পীরজাদা থেকে শুরু করে কলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন।
ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেছেন, ‘সারদা ইস্যুকে সামনে রেখে বাংলার মুসলিমদের কালিমালিপ্ত করার চক্রান্ত এটা।’ তিনি আরো বলেন, ‘কিছু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংসদ তথা ‘কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরানকে দোষী সাব্যস্ত করার ঘৃণ্য খেলায় মেতেছে।’
এছাড়া জমিয়তে উলামায়ে হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, জামায়াতে ইসলামী হিন্দসহ বহু সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে।