ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের চার সন্তানের জনকের বিরুদ্ধে ছাগলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের ছোপাগছ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ছাগলের মালিক রফিক জানান, গতকাল বিকেল ৪টার দিকে তার দুটি ছাগলকে ক্ষেতে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দিয়ে তিনি কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে ছাগল দুটিকে বাড়িতে নেওয়ার জন্য তিনি খুঁজতে থাকেন। বিভিন্ন ক্ষেতে খোঁজার পর একটি ছাগল পেলে সেটি রেখে অন্যটিকে খুঁজতে থাকেন রফিক। একপর্যায়ে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে ছাগলের আওয়াজ শুনে সেখানে যান তিনি। এ সময় তিনি জাহাঙ্গীর আলমকে নগ্ন অবস্থায় তার ছাগলের গলা চেপে ধর্ষণ করতে দেখতে পান।
রফিক বলেন, ‘ছাগল দুটি ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়ার পর বৃষ্টি আসে। তখন আমি বিভিন্ন ক্ষেতে ছাগল খুঁজতে থাকি। পরে একটি ছাগল খুঁজে পেয়ে সেটি রেখে আরেকটি খুঁজতে গেলে ওই ছাগলের গলা চেপে ধরা এবং উলঙ্গ অবস্থায় জাহাঙ্গীরকে দেখতে পাই। পরে সে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে।’
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি এলাকাবাসী ও গণমান্য ব্যক্তিরা জানার পর মোটা অঙ্কের টাকা দিয়ে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেস্টা করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বিষয়টির উপযুক্ত বিচার দাবি করেছেন। এর আগেও জাহাঙ্গীরের বিরুদ্ধে গরু-ছাগল ধর্ষণের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।
আজ শুক্রবার দুপুরে ঘটনার বিষয়ে জানতে এ প্রতিবেদক জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে তাকে পাননি। তবে তার বাড়ির পাশের একটি ক্ষেতে ছাগল দুটি বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তার বাবার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে তিনি কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে কথা বলেতে বিকেলে জাহাঙ্গীরের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন কেটে দিয়ে তা বন্ধ করে রাখেন। পরে একাধকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান লিটন বলেন, ‘ছাগল ধর্ষণের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় মেম্বারকে দায়িত্ব দিয়েছি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান