পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেলের হাত ভাঙলেন চেয়ারম্যান : চাল কম দেয়ার অভিযোগ করায়

ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার লোকজন ভিজিএফের চাল নিতে আসা জেলেদের ওপর হামলা চালিয়ে এক জেলের হাত ভেঙে দিয়েছেন। এ ঘটনায় চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই জেলে। হামলায় নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের জেলে কবির খানের হাত ভেঙে যায়। সেই সঙ্গে মকবুল খান, শওকত সরদার, তুহিন সরদার, সানাউল্লাহ খান, আমির সরদার, লালমিয়া খান, মঞ্জু ব্যাপারী ও জসিম খানসহ অন্তত ১০ জেলে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে কবির খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠান চিকিৎসক।
আহত জেলারা জানান, কিছুদিন আগে চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে চাল বিতরণের অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার দাবি করেন নাজিরপুর ইউনিয়নের ১০-১২ জন জেলে। ইউএনও শুভ্রা দাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানকে তদন্তের নির্দেশ দিলে অভিযোগের সত্যতা পান। গত ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। তদন্ত প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিরপুর ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিলে ক্ষিপ্ত হন। সেই সঙ্গে অভিযোগকারী জেলেদের দেখে নেয়ার হুমকি দেন।
এদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অভিযোগকারী জেলেরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চত্বরে চাল নিতে যান। এ সময় ৪০ কেজির স্থলে ২৭-২৮ কেজি চাল দেয়ায় জেলেরা প্রতিবাদ করলে চেয়ারম্যান আবু হাসানাত জাপান ও তার লোকজন হামলা চালান। হামলায় জেলে কবির খানের হাত ভেঙে যায়। সেই সেঙ্গ অন্তত ১০ জেলে আহত হন। স্থানীয়রা আহত জেলেদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার সকালে কবির খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এ ঘটনায় জেলে মকবুল খান ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে জেলেদের ওপর হামলার বিষয় অস্বীকার করে চেয়ারম্যান আবু হাসানাত জাপান বলেন, কিছু জেলে ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে আমার লোকজনকে আহত করেছেন। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মুলাদী থানা পুলিশের ওসি ফয়েজ উদ্দীন বলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাধারণ জেলেরা পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ জাগো নিউজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জেলের হাত ভাঙলেন চেয়ারম্যান : চাল কম দেয়ার অভিযোগ করায়

আপডেট টাইম : ০১:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০

ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার লোকজন ভিজিএফের চাল নিতে আসা জেলেদের ওপর হামলা চালিয়ে এক জেলের হাত ভেঙে দিয়েছেন। এ ঘটনায় চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই জেলে। হামলায় নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের জেলে কবির খানের হাত ভেঙে যায়। সেই সঙ্গে মকবুল খান, শওকত সরদার, তুহিন সরদার, সানাউল্লাহ খান, আমির সরদার, লালমিয়া খান, মঞ্জু ব্যাপারী ও জসিম খানসহ অন্তত ১০ জেলে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকালে কবির খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠান চিকিৎসক।
আহত জেলারা জানান, কিছুদিন আগে চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে চাল বিতরণের অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার দাবি করেন নাজিরপুর ইউনিয়নের ১০-১২ জন জেলে। ইউএনও শুভ্রা দাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানকে তদন্তের নির্দেশ দিলে অভিযোগের সত্যতা পান। গত ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। তদন্ত প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিরপুর ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিলে ক্ষিপ্ত হন। সেই সঙ্গে অভিযোগকারী জেলেদের দেখে নেয়ার হুমকি দেন।
এদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অভিযোগকারী জেলেরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চত্বরে চাল নিতে যান। এ সময় ৪০ কেজির স্থলে ২৭-২৮ কেজি চাল দেয়ায় জেলেরা প্রতিবাদ করলে চেয়ারম্যান আবু হাসানাত জাপান ও তার লোকজন হামলা চালান। হামলায় জেলে কবির খানের হাত ভেঙে যায়। সেই সেঙ্গ অন্তত ১০ জেলে আহত হন। স্থানীয়রা আহত জেলেদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার সকালে কবির খানকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। এ ঘটনায় জেলে মকবুল খান ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে জেলেদের ওপর হামলার বিষয় অস্বীকার করে চেয়ারম্যান আবু হাসানাত জাপান বলেন, কিছু জেলে ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে আমার লোকজনকে আহত করেছেন। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মুলাদী থানা পুলিশের ওসি ফয়েজ উদ্দীন বলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাধারণ জেলেরা পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ জাগো নিউজ।