রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মোঃ বদরোদ্দৌজার (৩২) সে তার বৃদ্ধ বাবাকে সম্পত্তি লিখে না দেওয়ায় পিটিয়ে অাহত করে। উক্ত ঘটনাটি আজ অনলাইন দৈনিক বাংলার খবর ২৪.কমে প্রকাশ হলে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশক্রমে থানা পুলিশের এস আই মহসিন চৌধুরী অাজ সন্ধ্যায় ভাইপাস সড়কের মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে ওই ঈমামকে আটক করেছেন।
উল্লেখ্য-লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের পাট বাজার জামে মসজিদের ইমাম বদরোদ্দৌজা সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় অাজ ভোর রাতে সেহরী খাওয়ার সময় তার বৃদ্ধ ও অন্ধ বাবা আফতাব উদ্দিন (৯০)কে তাঁর চলার জন্য লাঠি দিয়ে বেড়ক পিটিয়ে রক্তাক্ত করে।
এ সময় বৃদ্ধের চিৎকারে পাশ্ববর্তি বাসার লোকজন এগিয়ে অাসলে তাদেরকে মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্যাহ ও তার ছেলে বাবলুর কথা বলে ভয়ভীতি ও হুমকী ধমকী দিয়ে তাড়িয়ে দেয়। ইমাম ছেলের হাতে নির্যাতনের স্বীকার বৃদ্ধ ও অন্ধ আফতাব উদ্দিন (৯০) বাড়ি উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া বড় বাড়ী। তিনি দীর্ঘ ৪২ বছর কচুয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন এবং ৯ছেলের জনক। এর মধ্যে ৪ ছেলে ঢাকা ও প্রবাসে থাকে । বদরোদ্দৌজা (৩২) ৮ম তম ছেলে সে পাটবাজার দারুস সালাম জামে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেন এবং রামগঞ্জ- সোনাপুর সড়কের কাটবাজারে একটি ভাড়া বাসা থাকে।
বদরোদ্দৌজা নিকটাত্নীয় পাট বাজার মসজিদ কমিটির সভাপতি শহিদ উল্যা ও তার ছেলে বাবলু বিষয়টি ধামাচাপা দিতে ইমাম বদরোদ্দৌজাকে মানসিক বিকারগ্রস্থ বলে দাবী করেন।
বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন জানান , ভোর রাতে সেহরী খাওয়ার জন্য উঠলে তার ছেলে বদরোদ্দৌজা বাড়ীর সম্পত্তি তার নামে লিখে দিতে বলে । অামি তাতে রাজি না হয়ে তার সকল ভাইদের সাথে যোগাযোগ করার জন্য বলি, তখন সে ক্ষীপ্ত হয়ে অামার হাটা চলার জন্য লাঠি দিয়ে অামাকে প্রচন্ড মারধর করে। এ সময় অামার স্ত্রী তার মা তাকে অননুয় বিনয় করেও রোখাতে পারেনি। আজ তারা স্বামী স্ত্রী সেহেরী না খেয়ে রোজা রেখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান