বাংলার খবর২৪.কম : কলকাতার ইডেন গার্ডেন মাঠের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) মাসব্যাপি বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে। এর মধ্যে একটিতে থাকছে ক্রিকেটের চারটি দল নিয়ে একটি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ থেকে একটি শক্তিশালী দল পাঠাতে অনুরোধ করেছেন।
তবে সে সময় জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ চলায় জাতীয় দলের কোনো ক্রিকেটারকে পাঠাতে পারবে না বিসিবি। আবার আগের ঘোষণা অনুযায়ী ততো দিনে প্রিমিয়ার লিগও শুরু হয়ে যাওয়ার কথা। ফলে বাঙ্গালী দাদা সৌরভ গাঙ্গুলির আমন্ত্রন রক্ষা করতে প্রিমিয়ার লিগ পিছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবং টুর্নামেন্টের জন্য শক্তিশালী দলই পাঠাবে বিসিবি-বলে জানানো হয়।
মঙ্গলবার ক্রিকেট বোর্ডের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলী আমাদের চিঠি দিয়েছেন, ইডেন গার্ডেনের ১৫০ বছরপূর্তি উপলক্ষে ৪টি দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে একটি শক্তিশালী দল পাঠানোর জন্য আমাদের অনুরোধ করেছেন গাঙ্গুলী। এর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত গাঙ্গুলীর আমন্ত্রণ গ্রহণ করব, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করব। টুর্নামেন্টটি চলবে ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আমরা মনে করেছি, এই আসরে আমাদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরী। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রিমিয়াল লিগ দরকার হলে ৫-৬ দিন পিছিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগ হবে আগামী ২ নভেম্বর। আমরা তখন ‘এ’ দলের কিছু খেলোয়াড় দিয়ে মোটামুটি শক্তিশালী একটা দল পাঠাতে পারব। এই ব্যাপারে নির্বাচক কমিটি দল নির্বাচন করবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান