বাংলার খবর২৪.কম : টেকনাফে অপহরণের এক সপ্তাহ পর ২ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সিএনজিসহ অপহরণকারী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে সাবরাং আলীর ডেইল এলাকার খুইল্লা মিয়ার পুত্র মৌলানা সব্বির আহমদের বসতভিটা থেকে অপহৃত ব্যক্তিসহ সিএনজিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিরা হচ্ছেন; শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৌলভী ইমাম হোসেনের ছেলে নোমান হোসেন (২২) ও সাবরাং কচুবনিয়া এলাকার মৃত বেচা আলীর ছেলে হামিদউল্লাহ (২০)।
অপরদিকে আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মকবুল আহমদের ছেলে মোঃ হোছেন (২৬)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গত ২২ সেপ্টেম্বর রাতে শাহপরীরদ্বীপ ভাঙ্গা এলাকা থেকে অপহৃত নোমানের মালিকানাধীন সিএনজিসহ (নং- কক্স-থ-১১-১১৬১) তাদেরকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় টেকনাফ থানায় ডায়েরি করা হলে তার সূত্র ধরে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে টেকনাফ থানার সেকেন্ড অফিসার এসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার রাতে আলীর ডেইল এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে। এসময় অপহরণকারীরা পালিয়ে যায়। পরে উদ্ধার ব্যক্তিদের নিয়ে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকা থেকে মোঃ হোসেনকে আটক করা হয়।
অপহৃত ব্যক্তিরা জানায়; এক সপ্তাহ যাবৎ পালাক্রমে বিভিন্ন স্থানে তাদের আটকে রাখা হয়েছিল। আটক মোঃ হোসেনের বাড়িতেও তাদেরকে রাখা হয়েছিল।
এ ঘটনায় অপহরণকারী দলের অপর সদস্য ফিরুজ, মৌলভী সাব্বির, মৌলভী মান্নান ও রফিককে পলাতক আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইয়াবা লেনদেনের ঘটনায় অপহরণের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।