ডেস্কঃ ঢাকা-৫ আসনে দীর্ঘদিন থেকেই আওয়ামী লীগের রাজনীতি একটি পরিবার থেকেই পরিচালিত হয়ে আসছে। যদিও বেশ কয়েকজন বিরোধী মতের রয়েছেন। তারা দলের মনোনয়নও চেয়েছেন একাধিকবার। তাদের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তারপরও মনোনয়ন পান নি তারা। তবে বর্তমানে তাদের নিয়ে সাধারন মানুষের মধ্যে বেশ আলোচনা রয়েছে। বেশিরভাগ মানুষের মতে এবার ঢাকা-৫ আসনের রাজনীতিতে পরিবার বদল হতে পারে। আসতে পারে নতুন মুখ। যাদের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন হারুনুর রশীদ মুন্না, মনিরুজ্জামান মনু, রফিকুল ইসলাম মাসুদ, নেহরীন মোস্তফা দিশি, বাবুল মোল্লা, মশিউর রহমান সজল।
সামনে আসছে এ আসনের উপ-নির্বাচন। ইতিমধ্যে তাদের কর্মী সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। মনোনয়ন পেতে এবার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তারা। অপরদিকে মনোনয়ন না পেলে কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে পারে। যেমন হারুন আর রশীদ মুন্না পর পর ২ বার মনোনয়ন চাইলেও তাকে মনোনয়ন দেয়া হয় নি। এবারের উপ-নির্বাচনে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপরদিকে মনিরুজ্জামান মনু একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন। এবারও তিনি মনোনয়ন চাইবেন। অপরদিকে রফিকুল ইসলাম মাসুদ ও নেহরীন মোস্তফা দিশি তারা মাতুয়াইলের বাসিন্দা। তাদের উভয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে বলে আলোচনা হচ্ছে সাধারনের মধ্যে। তারাও মনোনয়ন পেতে পারে বলে মনে করেন নেতাকর্মীগন। অপরদিকে প্রয়াত সাংসদ হাবিবুর রহমান মোল্লার পরিবারের প্রার্থী হিসেবে ২ জনকে নেতাকর্মীগন বিবেচনা করছেন। একজন হলেন সাংসদের ভাই ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মোল্লা ও সাংসদ পুত্র মশিউর রহমান মোল্লা সজল। তাদের উভয়ের জনপ্রিয়তা প্রায় সমান পর্যায়ে রয়েছে।
সূত্রঃ সংবাদ বাংলা।