বাংলার খবর২৪.কম : পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামাত নিয়ে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, “পবিত্র হজ ও হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামাত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের অন্তরে মর্মান্তিক আঘাত হেনেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এছাড়া হজ সম্পর্কে গর্হিত মন্তব্য করে তিনি প্রমাণ করেছেন, তিনি ইসলাম ধর্মের একটি স্তম্ভ পবিত্র হজ্জ সম্পর্কে চরম অজ্ঞ। হযরত ইব্রাহীম (আ.) এর আমল থেকে মুসলমানরা যে পবিত্র হজ পালন করে আসছেন সে সম্পর্কে তিনি তার মন্তব্যে অজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন ও চরম ধৃষ্টতা দেখিয়েছেন। পবিত্র হজ একটি ফরজ ইবাদত। কেউ পবিত্র হজের বিরুদ্ধে গর্হিত মন্তব্য করলে তার ঈমান থাকে না।
তার এই গর্হিত মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১ অক্টোবর সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”