অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

a344বাংলার খবর২৪.কম:গাজায় ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। কোস্টরিকা সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজার জাতিসংঘ স্কুলে হামলার নিন্দা জানিয়েছেন।

স্কুলে হামলাকে ‘অগ্রহযোগ্য’ ও ‘নীতিবিরুদ্ধ’ বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা নীতিবিরুদ্ধ। এটা অগ্রহণযোগ্য। এর জবাবদিহিতা ও বিচার হওয়া দরকার।”

হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বার্নাডেট মিয়ান বলেছেন, “হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি, ইসরাইলি সেনাবাহিনী যাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল, তারা গাজায় জাতিসংঘের নির্দেশিত আশ্রয়কেন্দ্রেও নিরাপদ না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

এছাড়া গাজার জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে অস্ত্র লুকিয়ে রাখার জন্য দায়ীদেরও নিন্দা জানান তিনি।

জাতিসংঘের আক্রান্ত স্কুলটি পরিদর্শন শেষে ইউএনআরডব্লিউএ’র প্রধান পিয়েরে ক্রেইয়েনবল বলেছেন, “আমাদের প্রাথমিক পর্যালোচনা হচ্ছে ইসরায়েলি গোলা আমাদের স্কুলে আঘাত হেনেছে।”

এরপর গাজার ধারাবাহিক হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক রাজনৈতিক উদ্যেগ নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে আত্মপক্ষ সমর্থন করে ইসরাইল দাবী করেছে, স্কুলের পাশ থেকে নিক্ষেপ করা মর্টার গোলার জবাব দিতেই সেখানে হামলা চালানো হয়েছে।

বুধবার জাতিসংঘের স্কুলে চালানো হামলায় ১৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল। এছাড়া এরপর থেকে ইসরাইলের একাধিক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ওই স্কুলে হামলার পরপরই নিকটবর্তী একটি বাজারে আরেকটি ইসরাইলি হামলায় ১৭ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, বুধবার ভোরে জাবালিয়া শরণার্থি শিবিরে জাতিসংঘের স্কুলটিতে ইসরাইলি হামলার সময় সেখানে নারী ও শিশুসহ ৩ হাজার৩০০ জন ফিলিস্তিনি আশ্রয় নিয়ে ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্কুলটিতে ১৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে। কিন্তু জাতিসংঘ নিহতের সংখ্যা ১৬ জন বলে জানিয়েছে।

এছাড়া একই দিন গাজায় পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজার খান ইউনিস এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরো সাতজন গাজাবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বুধবার গাজাজুড়ে মোট ১০৬ জন নিহত হয়েছেন। গত ২৩ দিনে গাজায় ইসরাইলি হামলায় মোট ১ হাজার ৩৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইসরাইলি পক্ষে নিহত হয়েছেন মোট ৫৮ জন। এদের মধ্যে ৫৬ জন সেনা ও তিনজন বেসামরিক। নিহত বেসামরিকদের মধ্যে একজন ইসরাইলে কর্মরত এক থাই রয়েছে বলেও জানিয়েছে বিব

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিন্দা

আপডেট টাইম : ০৭:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০১৪

a344বাংলার খবর২৪.কম:গাজায় ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। কোস্টরিকা সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন গাজার জাতিসংঘ স্কুলে হামলার নিন্দা জানিয়েছেন।

স্কুলে হামলাকে ‘অগ্রহযোগ্য’ ও ‘নীতিবিরুদ্ধ’ বলে নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা নীতিবিরুদ্ধ। এটা অগ্রহণযোগ্য। এর জবাবদিহিতা ও বিচার হওয়া দরকার।”

হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বার্নাডেট মিয়ান বলেছেন, “হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি, ইসরাইলি সেনাবাহিনী যাদের ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল, তারা গাজায় জাতিসংঘের নির্দেশিত আশ্রয়কেন্দ্রেও নিরাপদ না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

এছাড়া গাজার জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে অস্ত্র লুকিয়ে রাখার জন্য দায়ীদেরও নিন্দা জানান তিনি।

জাতিসংঘের আক্রান্ত স্কুলটি পরিদর্শন শেষে ইউএনআরডব্লিউএ’র প্রধান পিয়েরে ক্রেইয়েনবল বলেছেন, “আমাদের প্রাথমিক পর্যালোচনা হচ্ছে ইসরায়েলি গোলা আমাদের স্কুলে আঘাত হেনেছে।”

এরপর গাজার ধারাবাহিক হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক রাজনৈতিক উদ্যেগ নেয়ার আহ্বান জানান তিনি।

এদিকে আত্মপক্ষ সমর্থন করে ইসরাইল দাবী করেছে, স্কুলের পাশ থেকে নিক্ষেপ করা মর্টার গোলার জবাব দিতেই সেখানে হামলা চালানো হয়েছে।

বুধবার জাতিসংঘের স্কুলে চালানো হামলায় ১৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল। এছাড়া এরপর থেকে ইসরাইলের একাধিক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ওই স্কুলে হামলার পরপরই নিকটবর্তী একটি বাজারে আরেকটি ইসরাইলি হামলায় ১৭ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, বুধবার ভোরে জাবালিয়া শরণার্থি শিবিরে জাতিসংঘের স্কুলটিতে ইসরাইলি হামলার সময় সেখানে নারী ও শিশুসহ ৩ হাজার৩০০ জন ফিলিস্তিনি আশ্রয় নিয়ে ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্কুলটিতে ১৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে। কিন্তু জাতিসংঘ নিহতের সংখ্যা ১৬ জন বলে জানিয়েছে।

এছাড়া একই দিন গাজায় পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজার খান ইউনিস এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরো সাতজন গাজাবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বুধবার গাজাজুড়ে মোট ১০৬ জন নিহত হয়েছেন। গত ২৩ দিনে গাজায় ইসরাইলি হামলায় মোট ১ হাজার ৩৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের অধিকাংশই বেসামরিক মানুষ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইসরাইলি পক্ষে নিহত হয়েছেন মোট ৫৮ জন। এদের মধ্যে ৫৬ জন সেনা ও তিনজন বেসামরিক। নিহত বেসামরিকদের মধ্যে একজন ইসরাইলে কর্মরত এক থাই রয়েছে বলেও জানিয়েছে বিব