বাংলার খবর২৪.কম , কক্সবাজার : বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ৩২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় এবং মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌবাহিনীর হাতে ধরা পড়েছিল।
ফিরে আসা ব্যক্তিরা চট্টগ্রাম, কক্সবাজার ও বগুড়া জেলার বাসিন্দা।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিয়ানমারে মংডু ১নং এক্সিট এন্ড এন্ট্রি পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়।
পতাকা বৈঠকে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ৪২ বিজিবি ব্যাটালিয়ন অপস অফিসার মেজর নাজমুস সাদাত সৌম্য।
অপরদিকে ১৩ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন স্টাফ অফিসার উ থুন থুন।
টেকনাফ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ফিরে আসার পর দুপুর পৌনে ২টায় মেজর নাজমুস সাদাত সৌম্য উপস্থিত সাংবাদিকদের জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ভবিষ্যতে আরো সৌহার্দ্যপূর্ণ হবে বলে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার।
বিজিবির সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, টেকনাফ বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার জাকারিয়াসহ সাতজন উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছে। তাদের মধ্যে কয়েকজন রয়েছে সর্বোচ্চ চার বছর পর্যন্ত সাজা ভোগ করেছে।
ফেরত আসা ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, তাদেরকে খুব দ্রত পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান