বাংলার খবর২৪.কম : ওয়ানডে ও টেস্টের জন্য পৃথক অধিনায়ক চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যও আলদা অধিনায়ক ঠিক করা হবে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি প্রধান।
এ সময় তিনি বলেন, ‘এখন টি-টোয়েন্টি অধিনায়ক খুঁজছি। মাঠে খেলা দেখে (ভালো পারফরম্যান্সের ভিত্তিতে) টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন করবো আমরা।’
উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত সর্বশেষ বোর্ড সভার সিদ্ধান্তে বড় ধরনের পরিবর্তন এসেছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদে। মুশফিকুর রহিমের জায়গায় ওয়ানডে দলের নেতৃত্বে আনা হয়েছে অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মুর্তজাকে। তার ডেপুটি করা হয়েছে সাকিব আল-হাসানকে।
তবে টেস্ট ক্রিকেটে অধিনায়কের পদে মুশফিককেই রেখে দেওয়া হয়েছে।
টেস্টে মুশফিকের ডেপুটি নির্বাচিত করা হয়েছে হার্ডহিটার ব্যাটসম্যান তামিম ইকবালকে।
মুশফিককে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাখ্যায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘মুশফিক এখন আমাদের সেরা ব্যাটসম্যান। তার আরো উন্নতি করা সম্ভব। আর একই সঙ্গে অধিনায়কত্ব, উইকেটরক্ষণ ও ব্যাটিং করা খুব কঠিন। তাই আমরা ওকে চাপ মুক্ত রেখে দেখতে চাই ও কিভাবে খেলে।’