বাংলার খবর২৪.কম : দুর্নীতি মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার মহানগর হাকিম আতাউল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এই চার্জশিট দাখিল করেন।
৩৭, দিলকুশা কারপার্কিং কাম বহুতল ভবন নির্মাণের কাজে ৮২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহমেদ (ডিসিসি অঞ্চল-১০, উত্তরা, ঢাকা), উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী (ডিসিসি অঞ্চল-৮, মিরপুর, ঢাকা) ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মফিজুর রহমান (ফেইস প্রজেক্ট, ডিসিসি)।
তবে যাদেরকে এই মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন- ডিসিসির সাবেক নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক (বর্তমানে চেয়ারম্যান, ভূমি সংস্কার বিভাগ), তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শিহাব উল্লাহ (বর্তমানে ডিসিসির ফেইস প্রজেক্টে কর্মরত), মো. মিজানুর রহমান (প্রোপাইটর, এমআর ট্রেডিং, ১/৫ মিজান টাওয়ার, ২য় তলা, কল্যাণপুর, মিরপুর, ঢাকা)।
মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশনের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে ৩৭, দিলকুশা কারপার্কিং কাম বহুতল ভবন নির্মাণের জন্য এমআর ট্রেডিংয়ের প্রোপ্রাইটরের সঙ্গে যোগসাজস করে তাকে অবৈধভাবে আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে কোটি টাকা আত্মসাত করে।
এ ঘটনায় দুদকের উপ-পরিচালক মো. হারুনুর রশিদ বাদী হয়ে শাহবাগ থানায় ২০১২ সালের ২৯ মার্চ দ-বিধির ৪০৯/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান