বাংলার খবর২৪.কম: যশোরের শার্শায় ছিনতাইকারীদের ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সুমন (৪০) নামে আরো এক ব্যবসায়ী।
মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলার সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ী আব্দুস সাত্তারের (৩৫) বাড়ি টাঙ্গাইল জেলার জলপাই এলাকায়। আহত ব্যবসায়ী সুমন শার্শা উপজেলার নমাজ গ্রামের সদর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সুমন বিকেলে বেনাপোল ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৭ লাখ টাকা উত্তোলন করে গরু কেনার জন্য মোটরসাইকেলে করে সাতমাইল পশুর হাটে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় ছিনতাইকারীরা তাদের পিছু নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সাত্তার ও সুমন দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই সাত্তারের মৃত্যু হয়। আহত সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ ছিনতাইকারীদের ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যবসায়ী হতাহতের বিষয়টি নিশ্চিত করলেও গুলি বর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান