ডেস্ক:বিপদ বলে-কয়ে আসে না। কখন কার ওপর সমস্যা, দুর্বিপাক নেমে আসে তা কেউ জানে না। এক করোনাভাইরাসের প্রাদুর্ভাব, অন্য দিকে প্রবল ঝড় ও বৃষ্টি। দুয়ের মিশেলে নাকাল হয়ে পড়ে কাতারবাসী। প্রবল এ ঝড়ে উড়ে গেছে রাজধানী দোহারে নির্মিত একটি করোনা হাসপাতাল। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় একটি খোলা মাঠে গত দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার ঝড়ে হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে গেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির উপর পড়েছে। অনেকে ঘটনাস্থল থেকে দৌঁড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন। এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
কাতারে এ পর্যন্ত ১৪ হাজার ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। ১ হাজার ৪৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।