বাংলার খবর২৪.কম, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে যাত্রীবোঝাই ৩টি লঞ্চকে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, জরিমানার শিকার লঞ্চগুলো ঢাকার সদর ঘাট যাচ্ছিলো। আর ওই লঞ্চগুলোতে অদক্ষ চালক দ্বারা লঞ্চ পরিচালনা করা ও অগ্নি-নির্বাপক যন্ত্র অকেজো থাকার দায়ে এ জরিমানা করা হয়।
পাগলা কোস্টগার্ড ক্যাম্প অফিসার এমএ হানিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। অভিযানে এমভি নিউ আল-বোরাক লঞ্চকে ৫০ হাজার টাকা, এমভি বোগদাদীয়া-৯ লঞ্চকে ৫ হাজার টাকা ও এমভি মানিক-৮ নামের আরেকটি লঞ্চকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান