ডেস্কঃ যশোরের শার্শায় ফসলের ক্ষেত থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে শার্শার কাঠুরিয়া গ্রামের একটি পটলক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী কৃষক বজলুর রহমান জানান, সকালে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে তিনি দেখতে পান একটি বস্তা পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখতে পান ভেতরে কিছু নড়াচড়া করছে। এ সময় বস্তা খুলে তার মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করেন।
শার্শার উলাশী ইউনিয়নের ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটি বিষয় খোঁজ খবর নেই। এখন সে সুস্থ আছে। তবে শিশুটি কে ফেলে গেছে তা জানা যায়নি।
তিনি আরও জানান, কৃষক বজলুর রহমান দম্পতি নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান