রূপগঞ্জ , নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি কর্মকর্তার পেনশনের জমানো টাকা দিয়ে রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসাকর্মী অবসরপ্রাপ্ত শাহিদা বেগম গত ৫দিনে নিজেদের গাড়ী নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন এলাকায় আত্নীয় (নিম্ন আয়ের )ও দরিদ্র প্রায় ২০০পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী দিয়ে যাচ্ছেন। করোনায় বিপাকে পড়া তার নিকটস্থ অসহায় ,দরিদ্র, কর্মহীন, মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও রমজানের ইফতার সামগ্রী বিতরণ করছেন। সোমবার বিকালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিকিৎসাকর্মী শাহিদা বেগম তাঁর পেনশনের জমানো টাকা দিয়ে ও তাঁর ছেলে শরিফ- বিদ্যুৎ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমানের সহযোগিতায় মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ।
প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, লবণ, তেল, সাবান ,আলু, পেঁয়াজ, চিনি, মুড়ি ও ছোলা বুট দেওয়া হয়। এ ছাড়াও শাহিদা বেগম তার পেনশনের টাকা থেকে বিভিন্ন সময় অসহায় মানুষের চিকিৎসা জন্য নগদ অর্থ প্রদান করে থাকেন। সামাজিক কাজে শাহিদা বেগম ও তাঁর পরিবার সব সময় অনুদান প্রদান করে থাকেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান