বাংলার খবর২৪.কম, বগুড়া: জেলার ধুনট থানার পরিদর্শক(তদন্ত) মোতালেব হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এক বিচারপতির আগমনে যথাযথ দায়িত্ব পালন না করা এবং দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার কৈগাতি গ্রামে বিচারপতি তার নিকটাত্মীয়ের বাড়িতে আসেন। তার আগমনকে ঘিরে ধুনট থানার পরিদর্শক(তদন্ত) মোতালেব হোসেন তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি।
এ কারণে পুলিশ বিভাগ বিধি মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান