বাংলার খবর২৪.কম : শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের ইয়র্ক হলে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় সোমবার তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, শেখ হাসিনার সরকার অবৈধ। আর এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতি চালু করেছে। এই অবৈধ সরকার গুম খুন আর লুটের সঙ্গে জড়িত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অশুভ শক্তি। শেখ হাসিনার হাতে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র নিরাপদ নয়। তাই অবৈধ সরকারের আর বেশি সময় নাই।
শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেক বলেন, তিনি জাতির জনক না জাতির হত্যাকারী। বঙ্গবন্ধু না পাকবন্ধু বলা সঙ্গত। আওয়ামী লীগের ৭৫ই একমাত্র সম্বল ছাড়া আর কিছুই নেই।
তারেক মন্তব্য করেন, আওয়ামী লীগের আন্দোলন মানেই লগি বৈঠার আন্দোলন। শেখ মুজিব একজন পাকিস্তানের নাগরিক। পাকিস্তানের পাসপোর্টধারী শেখ মুজিব অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ শেখ মুজিবের নামে বছরের পর বছর মিথ্যা ইতিহাস রচনা করেছে।
এ কে খন্দকার সম্পর্কে তারেক রহমান বলেন, তিনি একজন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক। তিনি লিখেছেন, ৭ই মার্চ শেখ মুজিব জয় পাকিস্তান দিয়ে বক্তব্য শেষ করেন। এটা আমার কথা নয়। এ কে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদেরই লোক। সত্য বলার কারণে আজকে সে তাদের কাছে রাজাকার। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি এটাই কি তার প্রমাণ নয়? বঙ্গবন্ধু নিয়ে একই সময় শফিউল্লাহ, মুজাহিদুল ইসলাম সেলিম, মতিয়া চৌধুরীর বক্তব্যও তিনি পড়ে শুনান।
তারেক উল্লেখ করেন, মার্কিন সরকার হাসিনার অবৈধ সরকারের অনুরোধ রাখেনি। তারা শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে নামকরণ করেন। সেজন্যে তিনি তাদের ধন্যবাদ দেন।
তিনি বলেন, জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তার স্বাধীনতা ঘোষণার ফলেই মুক্তিযুদ্ধ সারা বিশ্বের কাছে নতুন এক মাত্রা লাভ করে। মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়। শহীদ জিয়া নিজেও মুক্তিযুদ্ধ করেছেন।
ইনুকে রিমান্ডে নিলেই খালেদ মোশাররফ হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে মনে করেন তারেক রহমান।
যুক্তরাষ্ট্রের শিকাগো সিটিতে একটি সড়কের নামকরণ জিয়াউর রহমান ওয়ে রাখা হয়েছে। সেই নামকরণের উদ্বোধনী অনুষ্ঠানের রেপ্লিকা তারেক রহমানের হাতে হস্তান্তর উপলক্ষে লন্ডন বিএনপি এই অনুষ্ঠানটি আয়োজন করে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছের সভাপতিত্বে ও সেক্রেটারি কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেকসহ লন্ডন বিএনপির শীর্ষ নেতারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান