ডেস্কঃ সেলুনে চুল কাটাতে ও শেভ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। সেলুনটি খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত। এই ঘটনার পর পুরো গ্রাম লকডাউন করে দিয়েছে পুলিশ।
গতকাল শনিবার ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানায়, সেলুনে গিয়ে চুল কাটানো ও শেভ করার পর, ছয় জনেরই করোনা টেস্টে পজেটিভ এসেছে। জানা যায়, সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।
খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন ওই সেলুনে গিয়েছিলেন এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এতে ছয়জনের করোনা ধরা পড়েছে। সেলুনের নাপিতেরও করোনা পরীক্ষা করা হয়, তবে পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।
খারগোন জেলার ওই গ্রামটিতে এখন পর্যন্ত ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৬ জন। আর পুরো ভারতজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত ২৬ হাজারেরও বেশি, মারা গেছেন ৮২৫ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান