ডেস্কঃ কাপড় শুকানো নিয়ে দ্বন্দ্বে ৩ ভাইকে কুপিয়ে জখম, নিহত ১
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে ঘুমান্ত অবস্থায় রেদোয়ান সিকদার (১৯) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছ। এ সময় কুপিয়ে জখম করা হয় তার আরও দুই ভাইকে।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় উপজেলার কালিশুরী ইউপির শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেদোয়ান কালিশুরী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, কাপড় রোদে দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আলম খানের স্ত্রী সাহিদা বেগমের সঙ্গে রেদোয়ানের ভাবি রেশমা বেগমের ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে আলম খানের ছেলে ইমরানের (১৭) নেতৃত্বে শনিবার রাতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রেদোয়ানকে হত্যা করা হয়। এ সময় রেদোয়ানের সঙ্গে ঘুমিয়ে থাকা অন্য দুই ভাই চিৎকার করলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।
ওই রাতেই ইউপি সদস্য বাবুল হোসেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় ওই তিনজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই ভাই আবদুল্লাহ ও ফয়সালের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার সকাল ৯টার দিকে কালিশুরী কুমারখালী বাজারের কাছ থেকে সাহিদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছে।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান