ডেস্কঃ নিজের গায়ে আগুন দিয়ে মরলেন পুলিশ কর্মকর্তার স্ত্রীফাইল ছবি
রংপুরের মিঠাপুকুরে আলেয়া পারভিন (৫০) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
মৃত আলেয়া উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের পুলিশের সাবেক এসআই আব্দুল মজিদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য অবসর নেয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী আলেয়া পারভিনকে বাসায় রেখে তারাবির নামাজ পড়তে বের হন। এ সময় প্রতিবেশীদের মাধ্যমে স্ত্রীর গায়ে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে যান মজিদ। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।
নিহতের স্বামীর পরিবারের দাবি, আলেয়া পারভিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বিভিন্ন সময় মানসিক ডাক্তার দেখানো হয়েছে। হঠাৎ করে নিজের গায়ে আগুন দেয়া নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।
আলেয়া বেগমের ভাই পায়রাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। নিজেই আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে তাদের পরিবারেরও কোনো অভিযোগ নেই।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে ওই নারী নিজেই গায়ে আগুন দিয়েছেন। প্রতিবেশীরাও বলেছেন আলেয়া পারভিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে পরিবারের কারো কোনো অভিযোগও নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান