ডেস্কঃ দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে এই দুর্যোগে একটি মানুষকেও যেন না খেয়ে থাকতে হয়।
রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের উদ্দেশে দেয়া এক ভিডিও বক্তব্য তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তিন লাখ মৎস্যজীবী পরিবার ভিজিএফ (সহায়তা) পাবে। সরকার চেষ্টা করে যাচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে যাতে যারা দিন আনে দিন খায়, তাদের কোনো অসুবিধা না হয়।
তিনি বলেন, সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে, যার আওতায় আসবে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ। আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান