ডেস্কঃ ঢাকা স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার রাতে গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। দাপ্তরিকভাবে আমরা ৩১ জন করোনাভাইরাসে আক্রন্ত হওয়ার তথ্য পেয়েছি।
স্বামীবাগের বাসিন্দা এবং রাজধানী সুপার মার্কেটের ব্যাবসায়ী টিটু উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ভারত থেকে এ মন্দিরে লোক আসার খবর আমরা শুনেছি। এখানে তিন শ’র বেশি লোক অবস্থান করছে। আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে।
করোনায় দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪০ জনে। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪,৯৯৮ জনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান