ডেস্কঃ বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে এ দলটির সদস্য পাঠাবে ভারত। করোনাভাইরাসে সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এসব দল পাঠানো হবে বলে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই'র বরাতে খবর প্রকাশ করেছে দ্যা প্রিন্ট। তবে বাংলাদেশে করোনা মোকাবিলায় ভারতীয় সেনা টিমের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
একটি জাতীয় ইংরেজি দৈনিককে তিনি বলেন, এই ধরণের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী টিম পাঠিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, বাংলাদেশ মালদ্বীপ, ভুটান এবং চীনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবেবো বাংলাদেশে ভারতীয় সেনা দল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে দেশটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে। তারপরেও ভারতীয় জাতীয় সংবাদ সংস্থা খবরটি প্রকাশ করায় বিষটিকে গুরুত্বে সঙ্গেই দেখছে কূটনৈতিক মহল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান