ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে হতদরিদ্রদের মাঝে বিতরণের সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হবি নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। তিনি দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এ বিষয়ে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, করোনার দুর্যোগকালীন সময় অস্বচ্ছল ও দুস্থদের জন্য সরকার কর্তৃক বরাদ্দের ত্রাণ (চাল, ডাল, আলু, সাবান) নিজ ওয়ার্ডে বিতরণের জন্য ওই ইউপি সদস্যকে প্রদান করা হয়। গত শুক্রবার এসব ত্রাণ সামগ্রী দু’এক জনের মধ্যে বিতরণ করে বাকিটা আত্মসাৎ করেন।
এলাকাবাসীর অভিযোগ, হবিবর রহমান ওরফে হবি মেম্বার গরু ক্রয় করে গ্রামের বিভিন্ন মানুষের মাঝে বর্গা দিয়ে রেখেছেন। ত্রাণের চাল ও অন্যনা সামগ্রী দুস্থদের মাঝে না দিয়ে গরুর খাবার হিসেবে তিনি ওই চাল ব্যবহার করছেন।
হবি মেম্বারের গরুর বর্গাচাষী অনেকে ওই চাল গরুকে খাওয়ানোর কথা স্বীকার করায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনা থানা পুলিশসহ সংশ্লিষ্টদের অবহিত করলে দৌলতপুর থানা পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ায় মঙ্গলবার তাকে গ্রেফতার করেন।
দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিবুল ইসলাম মহি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ত্রাণের ৩৬ প্যাকেট সামগ্রী তার ওয়ার্ডে বিতরণের জন্য হবিবুর রহমানকে প্রদান করা হয়। দেশের ক্রান্তিকালে ওই ত্রাণ বিতরণে অনিয়ম হওয়া খুবই দুঃখজনক।
দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান