ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট ৩৯ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৮০৩ জন করোনা রোগী শনাক্ত হলো।
সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় পূর্বে আক্রান্ত আরো তিন জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে, মোট আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ১১৫ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ১৪ হাজার ৩৩২।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন চার লাখ ২৮ হাজার ৩২২ জন। এখনও ১৩ লাখ ১৪ হাজার ৪৬১ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান