গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় গ্রাম্য সালিশি বৈঠকে মধ্যস্থকারী সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে (৬০) হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ মোল্লা সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সালিশ ও আপোষ মীমাংসায় অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে ভূমিকা রাখার ক্ষেত্রে হামিদ মোল্লার ব্যাপক সুনাম ছিল। তিনি সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, সাঘাটা বাজারে ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন ছেলের মধ্যে পারিবারিক জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। সাকলে মেজো ভাই কালাচান সাহার ডাকে বিরোধ নিস্পত্তিতে সালিশি বৈঠকে বিচারক/মধ্যস্থকারী হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লা উপস্থিত হন।
এতে ক্ষিপ্তি হয়ে শ্যামল ও নিলমণি সাহা হামিদ মোল্লাকে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। ঘটনাস্থলেই হামিদ মোল্লার মৃত্যু হয়। পরে তাকে সাঘাটা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান