বাংলার খবর২৪.কম, রাজশাহী : রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের ছোঁড়া বোমা হামলায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহতের ঘটনায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাসহ ৮৯ জনের নামে রোববার বিকেলে ওই চার্জশীট দাখিল করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন খন্দকার সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেলে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালতে ওই চার্জশিট দাখিল করা হয়েছে।
এতে মামলার এজাহারে ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে ৯০ জন আসামির মধ্যে নাম ঠিকানা সঠিক না থাকায় চার্জশিটে দুই জনের নাম বাদ দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকতৃ বাঁধন নামের একজনের নাম ওই চার্জশিটে যুক্ত করা হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি ভ্যানে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই পিকা আপভ্যানে থাকা নয় পুলিশ সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত নগর পুলিশের স্টেপ-১ সদস্য সিদ্ধার্থ সরকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
এ ঘটনায় ওই দিন রাতেই বোয়ালিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, জামায়াতে ইসলামীর নগর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাইনুল ইসলাম, আ স ম মামুন শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি সারোয়ার জাহানসহ ৯০ জনের নাম উল্লেখ করে ১৮দলের ৪শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান