পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু, যা বললেন তার ছেলে

ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। ইতোমধ্যে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর বিষাক্ত ছোবল পড়েছে যুক্তরাজ্যেও।

ইতালি, স্পেন, ফ্রান্স, আমেরিকার মতো এই মারণ ভাইরাসের দাপটে কাঁপছে যুক্তরাজ্যও। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা খাত। দেখা দিয়েছে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সঙ্কট। এরই মধ্যে ডাক্তারদের পিপিই সঙ্কট নিয়ে বরিস জনসনকে সতর্ক করা আব্দুল মাবুদ চৌধুরী নামের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে মারা গেছেন।

আব্দুল মাবুদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ১৫ দিন ধরে হাসপতালে ভর্তি ছিলেন। তিনি একজন ইউরোলজিস্ট ছিলেন। লন্ডনের হোমারটন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে।

গত ২৩ মার্চ করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এর কয়েকদিন আগে তিনি বরিস জনসনকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন, সকল স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরিভিত্তিতে পিপিই দরকার। নাহলে অনেক স্বাস্থ্যকর্মী মারা যেতে পারেন করোনায় আক্রান্ত হয়ে। এটিই তার ফেসবুকের শেষ স্টেটাস। এরপর বুধবার রাতে মারা যান তিনি। তার ছেলে ইনতিসার চৌধুরী জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বাবা পরিবারের কারো সঙ্গে যোগযোগ করেননি। মনে এক ধরনের কষ্ট নিয়ে পিপিই সঙ্কটের কথা লেখেন তিনি।

আব্দুল মাবুদ চৌধুরীর ছেলে ইনতিসার চৌধুরী বলেন, আমার বাবা পিপিই সঙ্কটের পোস্টটি ফেসবুকে লেখেন। তিনি দেখিয়েছেন, তার সহকর্মীদের প্রতি তিনি কতোটা যত্নবান ছিলেন। তিনি বলেন, আমার বাবার সাহস ছিল, যে সরকার যা করছে তার মধ্যে ভুল ছিল; সেটা ধরিয়ে দিতে পেরেছে। এর জন্য আমি গর্বিত।

ইনতিসার চৌধুরী বলেন, করোনার সঙ্গে লাড়াই করে তিনি যা করেছেন; তার জন্য আমি গর্বিত। গতকাল আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, আমি অবাক হইনি। আমি সত্যিই অবাক হইনি। কারণ তিনি জনগণের জন্য একজন মানুষ ছিলেন। করোনাযুদ্ধে লড়ে যাওয়া যুক্তরাজ্যের শেষ স্বাস্থ্যকর্মীটি তিনি হতে পারেননি দুর্ভাগ্যক্রমে।

আব্দুল মাবুদ চৌধুরী রেখে গেছেন স্ত্রীসহ ১৮ বছর বয়সী এক ছেলে ও ১১ বছর বয়সী এক কন্য সন্তান। তার মুত্যুতে যুক্তরাজ্যের মুসলিম ডক্টরস এসোসিয়েশন শোক জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ইউরোলজিস্ট মাবুদ চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি তার স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। আমাদের প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে একটি বার্তা লিখেছিলেন; যাতে স্বাস্থ্যকর্মীদের আরো ভালো পিপিই জোগান দেওয়া হয়।

মাবুদ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করে হোমার্টন বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান নির্বাহী ট্রেসি ফ্লেচার বলেছেন, ইউরোলজি বিভাগের প্রতিটি সদস্য, ওয়ার্ড, থিয়েটার এবং ব্যবস্থাপনায় যারা চিনতেন তারাই সবাই তাকে খুব মিস করবেন। দুঃখের এই সময়ে আমাদের প্রার্থনা রয়েছে তার পরিবারের সঙ্গে। সূত্র: আইবিসি নিউজ

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু, যা বললেন তার ছেলে

আপডেট টাইম : ১০:১৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। ইতোমধ্যে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর বিষাক্ত ছোবল পড়েছে যুক্তরাজ্যেও।

ইতালি, স্পেন, ফ্রান্স, আমেরিকার মতো এই মারণ ভাইরাসের দাপটে কাঁপছে যুক্তরাজ্যও। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্যসেবা খাত। দেখা দিয়েছে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) সঙ্কট। এরই মধ্যে ডাক্তারদের পিপিই সঙ্কট নিয়ে বরিস জনসনকে সতর্ক করা আব্দুল মাবুদ চৌধুরী নামের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে মারা গেছেন।

আব্দুল মাবুদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ১৫ দিন ধরে হাসপতালে ভর্তি ছিলেন। তিনি একজন ইউরোলজিস্ট ছিলেন। লন্ডনের হোমারটন বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে।

গত ২৩ মার্চ করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এর কয়েকদিন আগে তিনি বরিস জনসনকে উদ্দেশ্য করে ফেসবুকে লেখেন, সকল স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরিভিত্তিতে পিপিই দরকার। নাহলে অনেক স্বাস্থ্যকর্মী মারা যেতে পারেন করোনায় আক্রান্ত হয়ে। এটিই তার ফেসবুকের শেষ স্টেটাস। এরপর বুধবার রাতে মারা যান তিনি। তার ছেলে ইনতিসার চৌধুরী জানান, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বাবা পরিবারের কারো সঙ্গে যোগযোগ করেননি। মনে এক ধরনের কষ্ট নিয়ে পিপিই সঙ্কটের কথা লেখেন তিনি।

আব্দুল মাবুদ চৌধুরীর ছেলে ইনতিসার চৌধুরী বলেন, আমার বাবা পিপিই সঙ্কটের পোস্টটি ফেসবুকে লেখেন। তিনি দেখিয়েছেন, তার সহকর্মীদের প্রতি তিনি কতোটা যত্নবান ছিলেন। তিনি বলেন, আমার বাবার সাহস ছিল, যে সরকার যা করছে তার মধ্যে ভুল ছিল; সেটা ধরিয়ে দিতে পেরেছে। এর জন্য আমি গর্বিত।

ইনতিসার চৌধুরী বলেন, করোনার সঙ্গে লাড়াই করে তিনি যা করেছেন; তার জন্য আমি গর্বিত। গতকাল আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, আমি অবাক হইনি। আমি সত্যিই অবাক হইনি। কারণ তিনি জনগণের জন্য একজন মানুষ ছিলেন। করোনাযুদ্ধে লড়ে যাওয়া যুক্তরাজ্যের শেষ স্বাস্থ্যকর্মীটি তিনি হতে পারেননি দুর্ভাগ্যক্রমে।

আব্দুল মাবুদ চৌধুরী রেখে গেছেন স্ত্রীসহ ১৮ বছর বয়সী এক ছেলে ও ১১ বছর বয়সী এক কন্য সন্তান। তার মুত্যুতে যুক্তরাজ্যের মুসলিম ডক্টরস এসোসিয়েশন শোক জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, ইউরোলজিস্ট মাবুদ চৌধুরীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি তার স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। আমাদের প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে একটি বার্তা লিখেছিলেন; যাতে স্বাস্থ্যকর্মীদের আরো ভালো পিপিই জোগান দেওয়া হয়।

মাবুদ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করে হোমার্টন বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান নির্বাহী ট্রেসি ফ্লেচার বলেছেন, ইউরোলজি বিভাগের প্রতিটি সদস্য, ওয়ার্ড, থিয়েটার এবং ব্যবস্থাপনায় যারা চিনতেন তারাই সবাই তাকে খুব মিস করবেন। দুঃখের এই সময়ে আমাদের প্রার্থনা রয়েছে তার পরিবারের সঙ্গে। সূত্র: আইবিসি নিউজ