ডেস্কঃ করোনা দুর্যোগে বাসায় আটকে থাকা রেজিষ্ট্রেশন বিভাগের পনেরো হাজার নকল নবিস (এক্সট্রা মোহরার) মানবেতর জীবন যাপন করছেন। প্রায় ৫ মাসের বেতন বকেয়া থাকায় চরম অভাব অনটনে দিন যাচ্ছে তাদের।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন আলোকিত বাংলাদেশকে জানান, দেশের কোনো কোনো সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিসদের বেতন ৪ মাস এবং বাকিদের বেতন বকেয়া আছে ৫ মাস। এমনিতেই নকল নবিসদের চাকরি সরকারি অন্যান্য কর্মচারিদের মতো নয়। তারা কাজ থাকলে টাকা (নো ওয়ার্ক নো পে) ভিত্তিতে চাকরি করেন।
চলমান দুর্যোগের মধ্যে প্রায় পাঁচ মাস বেতন থাকায় চরম কষ্টে দিন যাপন করছেন। এছাড়া, বন্ধের দিন গুলোর জন্য কোনো টাকাও পাবে না। এ অবস্থায় দ্রুত বেতন না পেলে নকল নবিসরা আরো ভোগান্তিতে পড়বে।
এসব বিষয়ে জানতে চাইলে রেজিষ্ট্রেশন অধিদপ্তরের মহা পরিদর্শক মো. শহিদুল আলম ঝিনুক জানান, করোনা পরিস্থিতিতে অফিসের সকল কাজ বন্ধ থাকায় কিছু সমস্যা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে বেতন পরিশোধের পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান