ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে করোনায় আক্রান্ত হয়েছে দুই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন নিয়াতুজ্জামান।
এদিকে ওই দুই শিশুর করোনা পজেটিভ হওয়ায় বুড়িচং উপজেলা প্রশাসন ময়নামতি ইউপির জিয়াপুর গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছে।
জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক ব্যবসায়ীর মায়ের মৃত্যু হয়। পরে সোমবার ওই ব্যবসায়ী পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে যান।
এ খবর পেয়ে প্রশাসন থেকে ওই পরিবারটিকে লকডাউন করা হয়। পরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারের ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষায় ওই পরিবারের দুই শিশুর করোনা ধরা পরে।
জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, আমরা ছয়জনের নমুনা পাঠিয়েছিলাম। বৃহস্পতিবার রিপোর্ট এসেছে। এরমধ্যে দুই শিশুর করোনা ভাইরাস ধরা পড়েছে।
তাদের এখন কী অবস্থা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ওই শিশুদের কোনো উপসর্গ নেই। তবে তারা করোনাভাইরাস বহন করছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান