ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪১ জনকে শনাক্ত করা হয়েছে। মোট আক্রান্ত ১৬৪। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন পুরুষ, একজন নারী। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
ঢাকায় নতুন শনাক্ত ২০জন, নারায়ণগঞ্জে ১৫জন। নতুন ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ১৩জন।
১০ বছরের নিচে একজন। এগারো থেকে বিশ বছরের মধ্যে চার জন।
২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে পাঁচজন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সাত জন। ষাটোর্ধ্ব আছেন পাঁজন।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২০ জন ঢাকা। ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন। কুমিল্লার একজন। কেরানীগঞ্জ একজন। চট্টগ্রামে একজন।
পাঁচজন যারা নতুন মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় তাদের মধ্যে পুরুষ চার মহিলা একজন। এই পাঁচজনের দুজন ঢাকার বাকি তিনজন ঢাকার বাইরের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান