ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বেশ কয়েকদিন ধরে বন্ধ আছে দোকান-পাট। এরই অংশ হিসেবে বন্ধ পাবনার চাটমোহরে সেলুনের দোকান। তবে ঝোড় ঝাপে খুলে বসেছেন সেলুন। সামাজিক দূরত্ব মেনেই কাজ করছেন তারা।
জানা যায়, সেলুনের দোকান চুল-দাঁড়ি কাটতে পারছেন না সাধারণ মানুষ। আর আয়ের পথ বন্ধ হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন সেলুন মালিক ও শ্রমিকরা। তাই ঝোঁপ ঝাড়ে বসে লুকিয়ে চুল কেটে দিচ্ছেন নরসুন্দররা (নাপিত)। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সাহাপাড়া মহল্লায় এমন দৃশ্য দেখা গেছে। তবে সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে বলেই দাবি তাদের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান