ডেস্কঃ করোনাভাইরাসের এই দুর্যোগে রাজধানীতে কর্মহীন অসহায় খেটে-খাওয়া মানুষদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা “পাথওয়ে”
৩ এপ্রিল শুক্রবার এই খাদ্য বিতরণ কর্মসূচী শুরু হয়। প্রথম দিনে ৬’শ খেটে খাওয়া মানুষদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে “পাথওয়ে” নামক উন্নয়ন সংস্থা। চাল, ডাল, আলু, ফুলকপি ও গাজর দিয়ে তৈরী খিচুড়ি রান্না করে প্রত্যেক জনের জন্য আলাদা প্যাকেট করা হয়। খিচুড়ির প্যাকেট শুক্রবার দুপুরে দুস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করে পাথওয়ের টিম। করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে যেন কোন জমায়েত না হয় সেটি বিবেচনা করেই দুস্থদের বাড়িতে খাবার পৌঁছে দেয়া হয়।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় অনেক দরিদ্র, খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকের বাসায় খাবার ফুরিয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনাহারে রয়েছে। এসব খেটে খাওয়া দুস্থ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই “পাথওয়ে’র” পক্ষ থেকে এই খাদ্য বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মো. শাহিন। প্রতিদিন ৬’শ মানুষকে ১বেলা করে টানা ৯দিন খাবার বিতরণ করা হবে। এভাবে এক এক দিন ভিন্ন ভিন্ন ধরনের খাদ্য বিতরণ করা হবে বলে জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন।